Monday, September 15, 2025
Homeজাতীয়শিক্ষা ও সাহিত্যজাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মুক্তিযোদ্ধা-পোষ্য কোটা বহাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে মুক্তিযোদ্ধা-পোষ্য কোটা বহাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মুক্তিযোদ্ধা ও বিতর্কিত পোষ্য কোটা বহাল রাখা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. আবুল কাসেমের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

বিজ্ঞপ্তি কোটা বিষয়ে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন/ভিন্নভাবে সক্ষম ও পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে।

জানা গেছে, পোষ্য কোটায় শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান আবেদন করতে পারবেন। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যু করা মূল সনদপত্র থাকতে হবে। আবেদনকারী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে।

আরও পড়ূনঃ চবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

এদিকে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-আগামী ৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন করতে হবে। আবেদন শুরু হবে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায়, যা চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) ২ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকার সব শর্ত মেনে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।

জানা গেছে, ভর্তি কার্যক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর এক ঘণ্টা সময়ের মধ্যে দিতে হবে।

সচেতন বার্তার সাথেই থাকুন ফেসবুকে পেইজে 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments