Tuesday, September 23, 2025
Homeঘটনা-দুর্ঘটনানাটোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের লালপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের সেকচিলান গ্রামে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেন মজুমদারের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতন সরকারের ছেলে স্বপন (১৯), এবং সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

আরও পড়ুনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত ব্যাক্তির লাশ

লালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সকালে তিন বন্ধু মোটরসাইকেলযোগে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। এ সময় লালপুর উপজেলার সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী শ্রাবন ও বিধান ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে সচেতন বার্তা আছে আপনারই পাশে 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com