“‘সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন মৎস শিকারীরা। বড়শি ফেলতেই উঠে এলো দৈত্যকার মাছ। এতে হতবাক হয়ে যান সবাই।
‘আয়ারল্যান্ডের সমুদ্রে একটি সাড়ে আট ফুটের টুনা মাছ ধরা পড়ে। তবে মাছটিকে ধরেও ছেড়ে দেয়া হয়েছে। টুনা মাছটি এত বড় যে তাতে ট্যাগ লাগানোর আগেই পানির মধ্যে রেখেই মাপ নিতে হয়। মাছটির ওজন ছিল ২৭০ কেজি।
‘আইরিশ মিররের খবরে বলা হয়েছে, আয়ারল্যান্ডের ইতিহাসে যত টুনা মাছ ধরা পড়েছে এটি তার মধ্যে সব চেয়ে বড়।
‘মাছটি ধরেছিলেন ওয়েস্ট কর্কের ডেভ এডওয়ার্ড নামের এক অপেশাদার জেলে। এই টুনা মাছটির বাজারে দাম প্রায় ২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
‘ডেভ এডওয়ার্ড ও তার দুই সঙ্গী ডারেন ও’সুলিভান ও হেন্ক ভেল্ডম্যান পেশাদার মৎস্যজীবী নন। তারা মাছ ধরে আবার তাদের সমুদ্রে ছেড়ে দেন।
‘গত সপ্তাহে টুনা মাছটির ধরা পড়ে এবং তার দু’টি ছবিও পোস্ট হয়েছে ওয়েস্ট কর্ক কার্টার নামে ফেসবুকের একটি পেজে। পোস্ট করার পর মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন।'”