Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকধর্ষকদের হাত থেকে বাঁচতে যা করল নাবালিকা

ধর্ষকদের হাত থেকে বাঁচতে যা করল নাবালিকা

“রাস্তা থেকে ধাওয়া করে নির্জনে নিয়ে নাবালিকাকে ধর্ষণ করে কয়েকজন মধ্যপ যুবক। তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে নগ্ন অবস্থায় দৌঁড়াতে থাকে ওই নাবালিকা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এমন ঘটনাটি ঘটেছে রাজস্থানে। এ গঠনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

“পুলিশের কর্মকর্তা হরেন্দ্র মাহওয়ার জানান, ভিলওয়ারার বাসিন্দা ওই কিশোরী, তার বন্ধু ও খুড়তুতো বোনের সঙ্গে একটি মেলা থেকে ফিরছিল। সেই সময় এক মন্দিরের কাছে তিন ব্যক্তি তাদের পথ আটকায়। তার বোন পালাতে পারলেও মেয়েটিকে টেনে এক নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর সেখানেই তাকে ধর্ষণ করে। তার বোন কাছের এক বাজারে এসে বোনের পরিস্থিতির কথা জানিয়ে সাহায্য প্রার্থনা করে এক দোকানদারের কাছে। ওই দোকানদার ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান মেয়েটিকে হেনস্তা করে চলেছে দুষ্কৃতকারীরা। তাকে দেখেই ওই তিন অভিযুক্ত পালিয়ে যায়।

“দোকানদার পুলিশকে জানিয়েছেন, আহত কিশোরী নগ্নাবস্থায় দৌড়তে শুরু করে পথ দিয়ে। আতঙ্কে তখন তার কোনো হুঁশ ছিল না। সে ওই অবস্থায় প্রায় অর্ধেক কিলোমিটার পথ দৌড়ে যায়। এরপর তাকে থামিয়ে জামাকাপড় তুলে দেন ওই দোকানদার। নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনায় মামলা হয়েছে। ফাস্ট ট্র্যাক আদালতে মামলাটি চলবে।

“ডেপুটি সুপারিটেন্ডেন্ট অব পুলিশ ভারত সিংহ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থসল থেকে চুড়ির ভাঙা টুকরো, মদের বোতল ও রক্তের দাগের নমুনা সংগ্রহ করেছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments