Saturday, September 13, 2025
Homeখেলাধুলা১৬০০ কোটির মালিক শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কে সানিয়া মির্জা!

১৬০০ কোটির মালিক শোয়েবের বন্ধুর সঙ্গে সম্পর্কে সানিয়া মির্জা!

গত বছর ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এর কিছু দিন পরই শোয়েব বিয়ে করেন তার এক বন্ধুর সাবেক স্ত্রী ও উপস্থাপক সানা জাভেদকে।

 

এদিকে বিচ্ছেদের পর সানিয়া মির্জার ঘনিষ্ঠরা জানান, এই মুহূর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতে চান এই টেনিস তারকা। তবে বিচ্ছেদ হওয়ার পর থেকে একের পর এক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে সানিয়ার।
কখনও ক্রিকেটার মোহম্মদ শামির সঙ্গে এআই ছবি হয়েছে ভাইরাল, আবার সম্প্রতি সময়ের গুঞ্জন- সানিয়া মির্জা নাকি সম্পর্কে আছেন আদিল সজনের সঙ্গে।

আরও পড়ুনঃ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের লড়াই চলবে : শফিকুর রহমান

এরপরই নেটিজেনদের প্রশ্ন, কে এই আদিল? কী বা পেশা তার? সানিয়ার সঙ্গে তার সম্পর্ক কী?

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুসারে, আদিল দুবাইয়ের একজন ব্যবসায়ী। শোয়েব মালিকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল একটা সময়। সেই সূত্রে সানিয়াকেও বহুদিন ধরে চেনেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে আদিলকে অনুসরণ করতে শুরু করেছেন সানিয়া। আদিল কোটিপতি। দানুবে গ্রুপের ম্যানেজার তিনি। প্রায় ১৬০০ কোটি টাকার মালিক এই যুবক।

এছাড়া বলিউডের সঙ্গেও আদিলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তবে আদিল কিন্তু বিবাহিত। তার স্ত্রী সানা সজন পেশায় চিকিৎসক। তবুও সানিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রটেছে তাকে ঘিরে।

যদিও এখনও পর্যন্ত এই গুঞ্জন নিয়ে মুখ খোলেননি আদিল। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন সানিয়া মির্জাও। আদিল প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি তিনি।

দেশ-বিদেশের সকল সংবাদের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তাকে   Facebook এ ফলো করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments