Saturday, September 13, 2025
Homeআন্তর্জাতিকবৈধতা পেয়েই থাইল্যান্ডে সমকামী বিয়ের হিড়িক

বৈধতা পেয়েই থাইল্যান্ডে সমকামী বিয়ের হিড়িক

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামীদের বিয়ে বৈধ করেছে থাইল্যান্ড। এলজিবিটিকিউ+ গোষ্ঠীগুলোর হিসেবে এই আইন বাস্তবায়নের দিনে কয়েক শ সমকামী জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

 

থাইল্যান্ডে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কয়েক শ এলজিবিটিকিউ+ জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। কয়েক দশক ধরে অ্যাক্টিভিস্টদের সংগ্রামের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড সমকামীদের বিয়ে বৈধ করে।

এর আগে তাইওয়ান এবং নেপালে বিবাহ সমতা বিধির মাধ্যমে সমকামী ও হিজড়াদের বিয়ে বৈধ করা হয়।

আরও পড়ুনঃ সাইফের কথা বলতে গিয়ে মেজাজ হারালেন জ্যাকি শ্রফ!

গোটা বিশ্বের মধ্যে নেদারল্যান্ডস ২০০১ সালে প্রথম সমকামীদের মধ্যে বিয়ে বৈধ করে। এরপর এখন অবধি ৩০টির বেশি দেশে বিবাহ সমতাবিষয়ক আইন পাস হয়েছে।

গত জুনে আইনটি পাস হওয়ার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন স্রেথা থাভিসিন।

তিনি বলেন, সবার সহায়তায় সত্যিকার অর্থেই বিবাহ সমতা নিশ্চিত সম্ভব হয়েছে। থাইল্যান্ডের অনেকের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আইনটি প্রয়োগের দিনে থাই সংসদের সামনে রংধনু পতাকা উড়তে দেখা গেছে। অনেক শপিং কমপ্লেক্সে এই উপলক্ষে অনুষ্ঠানও করা হয়েছে।

নতুন আইনের আওতায় এলজিবিটিকিউ+ দম্পতিরা আইনি, অর্থনৈতিক এবং চিকিৎসার সম্পূর্ণ অধিকার পাবেন। পাশাপাশি তারা বিবাহিত হিসেবে কর রেয়াতের এবং উত্তরাধিকারের সুবিধাও পাবেন।

বৌদ্ধপ্রধান দেশটিতে দীর্ঘদিন ধরেই সমকামীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখা গেছে। বার্ষিক আয়োজন ব্যাঙ্কক প্রাইডে প্রতিবছর অনেক বিদেশিও অংশ নেন।

আমাদের ভিডিও সংবাদ গুলো দেখতে যুক্ত থাকুন ইউটিউব দৈনিক সচেতন বার্তা চ্যানেলে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments