Sunday, September 14, 2025
Homeখেলাধুলাদুর্বার রাজশাহী ১১৭ রানে গুটিয়ে ফেললো সিলেটকে

দুর্বার রাজশাহী ১১৭ রানে গুটিয়ে ফেললো সিলেটকে

বিপিএলের চলতি আসর থেকে আগেই বাদ পড়েছে সিলেট স্ট্রাইকার্স। এখন শুধু নিয়মরক্ষার ম্যাচ বাকি আরিফুল হকের দলের। আজ সোমবার সেই দুই ম্যাচের প্রথমটিতে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে সিলেট।

 

এই ম্যাচে টেবিলের তলানিতে থাকা দলটিকে মাত্র ১১৭ রানে বেঁধে ফেলেছে রাজশাহী, তুলে নিয়েছে ৯ উইকেট। অর্থাৎ শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে তাসকিন আহমেদের রাজশাহীকে করতে হবে ১১৮ রান।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরু থেকেই ধীরগতিতে ব্যাট করতে থাকে তারা। উদ্বোধনী জুটিতে ১৯ বলে ১৭ রান তোলেন সামিউল্লাহ সিনওয়ারি ও আরিফুল। ৯ বলে ৭ রান করে আউট হন আারিফুল।

চতুর্থ উইকেটে ৩৯ বলে ৩৯ রানের জুটি করেন জাকির হাসান ও জাকের আলী। নবম উইকেটে ২০ বলে ৩৬ রানের জুটি করেন আহসান ভাটি ও সুমন খান। এই জুটিতে একশ পার করে সিলেট।

সিলেটের ইনিংসের সর্বোচ্চ স্কোর আহসান ভাটির। ২১ বলে ২৫ রান করেন তিনি। জাকির হাসান করেন ২৪ বলে ২৫ রান। সুমন খান অপরাজিত থাকেন ১১ বলে ২০ রানে। রাজশাহীর হয়ে ১৫ রানে ৪ উইকেট শিকার করেন এসএম মেহেরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments