Sunday, September 14, 2025
Homeজাতীয়সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে

সাত কলেজ শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে

ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমি নিজেও ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলাম। শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল, সেগুলো পূরণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের ওপর পুলিশের হামলার বিষয়ে বলেন, তিন দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের ঢাকা অবরোধের ঘোষণা

এর আগে, দুপুরে ছয় দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৈঠকে সাত কলেজের পক্ষে অংশ নেন ঢাকা কলেজের ছাত্র মঈনুল ইসলাম, রহমতুল্লাহ ও ইডেন কলেজের ছাত্রী মৌ।

সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১। সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রোভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২। ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইডেন কলেজ ও বদরুন্নেচ্ছা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে।

৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫। উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য ও ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পার্যায়ের মিটিংয়ের মাধ্যমে এ ঘটনার সমাধান করতে হবে।

৬। ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি করপোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

আপনার অপেক্ষায় নতুন রেসিপি, সাজসজ্জা, অনেক কিছু সচেতন বার্তার পিন্টারেস্ট দৈনিক সচেতন বার্তা সোশ্যাল মিডিয়া 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments