Monday, September 15, 2025
Homeসারাদেশমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

কেনাকাটায় দুর্নীতি তদন্তে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি বিশেষ টিম। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালের আউটডোর-ইনডোর, কিচেন, স্টোর রুমসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

 

এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তারা

অভিযান শেষে সাংবাদিকদের ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, এই মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের খাবার, চিকিৎসার পরিবেশ ও ঔষধ সহ বিভিন্ন কেনাকাটায় নানা ধরনের দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশে আমরা অভিযানে এসেছি।

তিনি বলেন, আমাদের কাছে আরো অভিযোগ রয়েছে, এই হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ করা কম্বল কম দামে ক্রয় করে বেশি দাম দেখানো হয়েছে। আমরা এখানে এসে যে সব কম্বল দেখেছি তা কখনো ২ হাজার ৪০০ টাকা হতে পারে না। আমাদের কাছে মনে হয়েছে, এ ক্ষেত্রে বড় ধরণের দুর্নীতি হতে পারে।

আরও পড়ুনঃ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: দুদক

এ ছাড়া হাসপাতালের রান্না ঘরে গিয়ে দেখা যায়, রোগীদের খাবারের জন্য ২২০ গ্রাম মাছের টুকরো বরাদ্ধ থাকলেও আমরা ১৫৫ গ্রাম পেয়েছি। পাশাপাশি রোগীদের সঠিকভাবে খাবার বিতরণ করা হচ্ছে না বলে রোগীদের অভিযোগ রয়েছে বলে জানান ওয়াহিদ মঞ্জুর সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমেদ ও উপ সহকারী পরিচালক উজ্জল কুমার রায় এবং হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments