Sunday, September 14, 2025
Homeসারাদেশঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

 

আটকরা হলেন- রাকিব হোসেন(২৮) ও হাবিব হাসান(৩২)। তারা দুই জনই দোকান কর্মচারী।

আরও পড়ুনঃ টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো : অর্থ উপদেষ্টা

পুলিশ ও মেলার আয়োজক সূত্রে জানা গেছে, বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের কর্মচারীরা মেলায় আসা ক্রেতাদের ডাকাডাকি করে নিজেদের দোকানে আনার চেষ্টা করে। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দুই পক্ষ। তর্ক-বিতর্কের ঘটনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বাণিজ্য মেলায় দোকানে ক্রেতাদের কে-কার আগে নিয়ে যাবেন এমন প্রতিযোগিতায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশ-বিদেশের সকল সংবাদের আপডেট জানতে দৈনিক সচেতন বার্তাকে   Facebookএ ফলো করুন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments