Tuesday, September 16, 2025
Homeজাতীয়অপরাধরাজধানীর ডেমরায় চোর সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

রাজধানীর ডেমরায় চোর সন্দেহে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা

“নগরীর ডেমরায় চোর সন্দেহে মো. রাজ (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে উত্তর সানারপাড় ওষুধ ফ্যাক্টরির গলিতে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী রাজ পশ্চিম বক্সনগরের মৃত সুলতান মিয়ার ছেলে।

এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রাজ এলাকায় রাজ প্রতিবন্ধী নামেই পরিচিত। সে বাড়ি বাড়ি গিয়ে ভাত ও খাবার চেয়ে বেড়ায়। মঙ্গলবার রাতে পশ্চিম বক্সনগর থেকে ওই প্রতিবন্ধী উত্তর সানারপাড়ে এসে জনৈক উকিলের ভাড়া দেয়া বাড়িতে ঢুকে পড়ে। ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে রাজকে তারা চোর সন্দেহে আটক করে প্রথমে বেঁধে রাখে।

পরে স্বীকারোক্তির জন্য কয়েকজন মিলে ছেলেটিকে পিটুনি দেয়। পরে বুধবার সকালে ছেলেটিকে বাইরে শোয়া ও মৃত অবস্থায় দেখা যায়।

এদিকে পশ্চিম বক্সনগর এলাকাবাসী জানান, নিহত যুবকটি একজন মানসিক প্রতিবন্ধী, এমনকি তার বড় বোনও প্রতিবন্ধী। ছেলেটি মানুষের বাসায় গিয়ে গিয়ে ভাত চেয়ে খায়। মঙ্গলবার রাতে পশ্চিম বক্সনগর থেকে হাঁটতে হাঁটতে উত্তর সানারপাড়ে চলে যায়।

এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে এবং মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। তবে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতেও এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments