পরিবার ও পোষ্যদের ঘিরে যে মিমির ভালো থাকা তা তিনি বিভিন্ন সময় বলেছেন। কিন্তু তার জীবনেও নাকি নতুন কোনো মানুষ এসেছে। জানা গেছে, তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত নন।
যদিও এ বিষয়ে এখনো মুখে কুলুপ মিমির। রোববার সকালে তিনি নিজেকে তৈরি করেছিলেন সরস্বতী পুজো উপলক্ষে। নিজের সাজের ছবি তুলে সেই ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন। পরনে নীল কুর্তা, হাতে, গলায় ঠাসা সুতোর কাজ। সারা শরীরে ছোট বুটি। কানে ঝুমকো, কপালে নীল টিপ, খোলা চুল আর হাতে একটি বই। তবে সেই বই বাংলা নয়।
আরও পড়ুনঃ মান্নাতের জন্য শাহরুখকে ৯ কোটি টাকা ফেরত দেবে সরকার
তবে এখানে বড় বিষয় হলো- এই সিরিজের ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন অন্তরা মিত্রের গাওয়া রবীন্দ্র সংগীত- সখী ভাবনা কাহারে বলে….।
এমনকি ছবির ক্যাপশনে লিখেছেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে….কানাঘুষোয় জানা গেছে প্রেমে পড়েছেন মিমি। দীর্ঘদিন ধরে নিজেকে একাকী বলে জানিয়ে এসেছিলেন তিনি।
সরস্বতী পুজোর সকালে মিমির ভাগ করে নেয়া ছবিগুচ্ছ অন্য ইঙ্গিত দিচ্ছে। ছন্দ অনুযোগের এই যাতনা কি তবে সেই কথাই জানান দিচ্ছে? অনুরাগীরাও অবশ্য এ প্রশ্ন মিমির মন্তব্য বাক্সে তুলেছেন। এর মধ্যে এক অনুরাগী তো লিখেছেন, বিয়ে করে ফেলছেন না কেন?
আমাদের ভিডিও সংবাদ গুলো দেখতে যুক্ত থাকুন ইউটিউব দৈনিক সচেতন বার্তা চ্যানেলে।