Sunday, September 14, 2025
Homeবিনোদনদীপিকা-কঙ্গনার প্রসঙ্গ তুলে যা বললেন ফাতিমা

দীপিকা-কঙ্গনার প্রসঙ্গ তুলে যা বললেন ফাতিমা

চলচ্চিত্র জগতে অভিনেতাদের সঙ্গে বারবার কাজ করতে চান পরিচালকরা। কিন্তু অভিনেত্রীদের সঙ্গে এমনটা সাধারণত ঘটে না বলে মনে করেন দঙ্গল খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফতিমা বলেন, অভিনেতারা ব্যবসা দিতে পারেন। শাহরুখ খানের ছবি বেশি ব্যবসা করে, কারণ তাঁর নিজস্ব দর্শক সব থেকে বেশি। তারকার সঙ্গেই ছবির ব্যবসা জড়িয়ে থাকে। তাই পরিচালকেরাও সে দিকটা বিচার করেন।

আরও পড়ুনঃ কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ছবি ঘিরে ব্রিটেন-বাংলাদেশে কেন এত বিতর্ক?

ইন্ডাস্ট্রিতে নির্ভরযোগ্য অভিনেত্রীদের সংখ্যাও কম বলে মনে করেন ফতিমা। তাঁর কথায়, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত এবং আলিয়া ভাট রয়েছেন কিন্তু সংখ্যাটা তো কম। তাই বারবার আমাদের ব্যবহার করা হয় না।

যে দিন থেকে তাঁদের মতো অভিনেত্রীর ছবি দেখতে দর্শক নিয়মিত প্রেক্ষাগৃহে আসবেন, সে দিন থেকে পরিচালকরাও তাঁদের নিয়ে বারবার কাজ করতে উৎসাহী হবেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে ফতিমা অভিনীত সিনেমা ‘আপ জ্যায়সা কোই’। এ ছবিতে অভিনেত্রীর বিপরীতে রয়েছেন আর মাধবন।

অন্যদিকে অনুরাগ বসু পরিচালিত মেট্রো ইন দিনো ছবিটির শুটিং শেষ করেছেন ফতিমা। এর আগে অনুরাগের লুডো সিনেমায় অভিনয়ও করেন তিনি।

ফতিমা বলেন, আমি তো অনুরাগ দাদাকে বলে দিয়েছি, তাঁর যে কোনও ছবিতে যেন আমার জন্য একটা ছোট চরিত্র হলেও রাখেন। আমি অভিনয় করতে রাজি। সূত্র: আনন্দবাজার।

আমাদের ভিডিও সংবাদ গুলো দেখতে যুক্ত থাকুন ইউটিউব দৈনিক সচেতন বার্তাচ্যানেলে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments