Saturday, September 13, 2025
Homeখেলাধুলাআল নাসর ১০ জনের দল নিয়েই হারালো আহলিকে

আল নাসর ১০ জনের দল নিয়েই হারালো আহলিকে

সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে রোনালদোর আল নাসর। গতকাল বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৪৭তম মিনিটে ফরাসি ডিফেন্ডার মোহামেদ সিমাকান লাল কার্ড দেখলে আল নাসর চাপে পড়ে।

 

তবে তখনও দলটি ১-০ গোলে এগিয়ে ছিল, নতুন সাইনিং জন দুরানের করা গোলের সৌজন্যে। এই অবস্থায়  ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে কোচ স্তেফানো পিওলি রক্ষণ শক্তিশালী করতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নিয়ে ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিলকে মাঠে নামান।

বদলির আগে রোনালদোকে ডেকে কিছু নির্দেশনা দেন পিওলি। এরপর রোনালদো সতীর্থদের উজ্জীবিত করেন এবং ধীরে মাঠ ছাড়েন। গোলশূন্য থাকা সত্ত্বেও তিনি হতাশ ছিলেন না, বরং দলের স্বার্থে কোচের সিদ্ধান্ত মেনে নেন।

এটি ছিল আল নাসরের হয়ে কোনো ইনজুরি ছাড়াই রোনালদোর সবচেয়ে আগাম বদলি হওয়া ম্যাচ। ৪০ বছর বয়সী এই তারকা ১,০০০ গোলের মাইলফলকের দিকে এগোতে চাইছিলেন, তবে দলের প্রয়োজনের কথা বিবেচনা করে মাঠ ছাড়েন।

আরও পড়ুনঃ নেইমারের ফেরায় সান্তোসের সোশ্যাল মিডিয়ায় ঝড়

রোনালদোর এই ইতিবাচক মানসিকতার প্রশংসা করেন দুরানও। তিনি বলেন, রোনালদো আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়, কিন্তু দলের জন্য নিজের ব্যক্তিগত ইচ্ছাকে ত্যাগ করতে প্রস্তুত। এটি আল নাসরের জন্য একটি বড় প্রাপ্তি।

রোনালদো মাঠে ৭৬ মিনিট খেললেও খুব একটা প্রভাব ফেলতে পারেননি। মাত্র একবার শট নিয়েছিলেন, যা প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগেছিল। তিনি ১২টি পাস দিলেও কোনো সুযোগ তৈরি করতে পারেননি।

রোনালদো মাঠ ছাড়ার দুই মিনিট পরই আল আহলি সমতা ফেরায় ইভান টোনির গোলে। কিন্তু এরপরও আল নাসর ১০ জনের দল নিয়েই ঘুরে দাঁড়ায়। ৮০তম মিনিটে আয়মান ইয়াহিয়া এবং ৮৮তম মিনিটে দুরানের গোল দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয়।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে সুমাইহান আল-নাবিত আল আহলির পক্ষে একটি গোল শোধ করলেও সেটি ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments