Tuesday, September 23, 2025
Homeখেলাধুলাওসাসুনার মাঠে ১০ জনের রিয়ালের ড্র

ওসাসুনার মাঠে ১০ জনের রিয়ালের ড্র

স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে বড় হারে শিরোপা হাতছাড়া হলেও লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে জানুয়ারি মাসজুড়ে অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। ওই একটি ছাড়া বাকি সবগুলো ম্যাচ জিতলেও ফেব্রুয়ারি পড়তেই লা লিগায় ভুগছে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

এই মাসে আগের দুই ম্যাচের একটিতে হার ও অন্যটি ড্র করার পর আজ তৃতীয় ম্যাচেও পয়েন্ট হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

লা লিগার ২৪ রাউন্ডের ম্যাচে শনিবার ওসাসুনার এল সাদার স্টেডিয়ামে দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে আরও দুই পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে করে লিগে সবশেষ তিন ম্যাচ মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করল দলটি।

আরও পড়ুনঃ মেরিনোর জোড়া গোলে আর্সেনালের জয়

ম্যাচের ৩৯তম মিনিটে ওসাসুনার কর্নারের পর রেফারি লাল কার্ড দেখান বেলিংহ্যামকে। রিপ্লেতে কোনো ফাউল করতে দেখা যায়নি ইংলিশ মিডফিল্ডারকে। তবে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় তাকে। হয়তো কোনো আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। ২০২৩ সালে রিয়ালে নাম লেখানোর পর এটি তার দ্বিতীয় লাল কার্ড। গত বছরের মার্চে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন তিনি।

ম্যাচের ১৫তম মিনিটে এমবাপের গোলে লিড নেয় রিয়াল। চোটের কারণে মূল ডিফেন্ডারদের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে খেলা ফেদেরিকো ভালভার্দের ক্রসে স্লাইড করে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার। এরপর বেলিংহ্যাম লাল কার্ড পেলেও এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

৫৮তম মিনিটে বুদিমিরের সফল স্পট-কিকে লড়াইয়ে আসে সমতা। ক্রোয়েশিয়ান স্ট্রাইকারকেই এদুয়ার্দো কামাভিঙ্গা ডি-বক্সে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি হোসে মুনুয়েরা পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন। তখন বিদ্রূপাত্মক হাসিমাখা মুখে হাততালি দিতে দেখা যায় রিয়ালের কোচ আনচেলত্তিকে।

২৪ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষেই আছে রিয়াল। তবে তিন নম্বরে নেমে যাওয়ার শঙ্কা রয়েছে তাদের। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেতিকো। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বার্সেলোনা।

আপনার অপেক্ষায় নতুন রেসিপি, সাজসজ্জা, অনেক কিছু সচেতন বার্তার পিন্টারেস্ট দৈনিক সচেতন বার্তা সোশ্যাল মিডিয়া

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com