Sunday, September 14, 2025
Homeসারাদেশগাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে আটক ৮

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে আটক ৮

গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানে নগদ অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ আটজনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌরপার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে অভিযান চালানো হয়। এতে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

আরও পড়ুনঃ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৭৭

অভিযানে পাবলিক লাইব্রেরির একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দসহ আটজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন। এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আটজনকে আটক করা হলেও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments