Tuesday, September 23, 2025
Homeরাজনীতি‘বাংলাদেশি পরিচয়টা জিয়াউর রহমান দিয়েছিলেন’

‘বাংলাদেশি পরিচয়টা জিয়াউর রহমান দিয়েছিলেন’

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ বলেছেন, আমাদের জাতীয়তা বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয়টাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন। আগে বলা হতো আমরা বাঙালি। বাঙালি বললে আমাদের পরিচয়টা প্রকৃতপক্ষে ফুটে ওঠে না। পশ্চিমবঙ্গের ওরাও বাঙালি, কলকাতার এরাও বাঙালি, আমরাও বাঙালি সুতরাং জিয়াউর রহমান প্রথম আমাদের জাতীয় পরিচয় আমরা বাংলাদেশি এই পরিচয় দিয়েছিলেন।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর জেলা ছাত্রদলের আয়োজনে মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা শাখার অধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম খলিল ফিরোজ বলেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছর বহুভাবে জিয়াউর রহমানের সমালোচনা করেছে। কিন্তু জাতীয়তা বাংলাদেশি এটা তারা পরিবর্তন করে নাই। কারণ এটা পরিবর্তন করলে তাদের নিজেদেরই আত্মপরিচয় থাকত না।

আরও পড়ুনঃ রংপুরে ৫ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত জামায়াতে ইসলামীর

তিনি বলেন, আগামী দিনে খুনোখুনি ও হানাহানির রাজনীতি হবে না, ক্যাম্পাসগুলোতে টেন্ডারবাজির রাজনীতি হবে না, মেধাভিত্তির রাজনীতির চর্চা হবে। শুধু মেধাবী এবং নিয়মিত ছাত্ররাই ছাত্রদল করতে পারবে। ছাত্রদলের কেউ মাদক ও অসামাজিক কোনো কাজের সাথে লিপ্ত থাকতে পারবে না।

মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে ও সদস্যসচিব কামরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ অয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান। এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হাসান মিলন, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম, সদস্য ফসয়াল শিকদারসহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com