Tuesday, September 23, 2025
Homeজাতীয়হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে!

হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে!

ছাত্র-জনতার গণ-অভুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা।

 

তবে চিঠিপ্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি।

গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন? তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা।

এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ–ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছে।

আরও পড়ুনঃ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের নয়া উদ্যোগ

জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী? চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে এ জরিপ জরিপ চালানো হয়।

জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই। জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছে নাগরিকরা। দেখা গেছে, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে ২৩ শতাংশ উত্তরদাতা। আর এর বিপক্ষে ভোট দিয়েছে ৩৭.৬ শতাংশ।

‘বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’- এই মতের পক্ষে ভোট দিয়েছে ৫৫ শতাংশ, বিপক্ষে দিয়েছে ২১.১ শতাংশ।

তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছে ১৬ শতাংশ, বিপক্ষে মত দিয়েছে ২৯.১ শতাংশ।

এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের ৫৫ শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com