Tuesday, September 23, 2025
Homeসারাদেশস্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বরগুনায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মো. আবুল কালাম থানায় আত্মসমর্পণ করেছে। রোববার সন্ধ্যার পর বরগুনা পৌর শহরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, নিহত আছমা আক্তার পুতুল বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকার ইউনুচ মিয়ার মেয়ে। আছমা আক্তার পূবালী ব্যাংকের বরগুনা শাখায় অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

নিহতের মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকা মনি (১৩) জানান, আছমা আক্তারের এক জোড়া হাতের বালা অনেকদিন আগে বিক্রি করেছে স্বামী আবুল কালাম। এ নিয়ে অনেক আগে থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল।

তাছাড়া আছমার আয় করা টাকা জোর করে নিয়ে যেতেন আবুল কালাম। এ ঘটনাকে কেন্দ্র করেই রোববার সন্ধ্যার পর নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয় আছমাকে বলে জানান নিহতের মেয়ে রাকা মনি।

আরও পড়ুনঃ নরসিংদীতে পাশের বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বরগুনা থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, হত্যাকারী আবুল কালাম সন্ধ্যা ৭টার দিকে থানায় আসে। এরপর ঘটনাস্থলে গিয়ে আছমাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

তিনি আরও বলেন, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। এদিকে সর্বশেষ খবর লেখা পর্যন্ত হত্যাকারী আবুল কালামকে নিয়ে ছুরি উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পূবালী ব্যাংক, বরগুনা শাখার ব্যবস্থাপক মো. জাকির হোসাইন বলেন, আছমা আক্তার খুবই ভালো একজন স্টাফ ছিলেন। রোববার অফিস করে সন্ধ্যার পরে ব্যাংক থেকে বাসায় ফিরে গেছেন। তার কিছুক্ষণ পরেই এমন ঘটনা শুনতে পাই।

থাকুন সচেতন বার্তার সাথে,সচেতন বার্তার ইন্সটাগ্রাম  দৈনিক সচেতন বার্তা পেইজ আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com