Tuesday, September 23, 2025
Homeবিনোদনমান্নাকে নিয়ে সিনেমা বানাবেন তার স্ত্রী

মান্নাকে নিয়ে সিনেমা বানাবেন তার স্ত্রী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকীতে ঘোৎগা এলো তাকে নিয়ে সিনেমা তৈরির। জনপ্রিয় এই নায়কেনা জীবনী নিয়ে তৈরি হতে পারে সিনেম’। সেই ভাবনা থেকেই মান্নার জীবনকাহিনি নিয়ে সিনেম’ বানানোর পরিকল্পনা করেছেন তার স্ত্রী শেলী মান্না।

 

নায়কের মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যাক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু হবে বলে জানান তিনি।

শেলী মান্নার কথায়, অনেকদিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতিমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি করা হয়েছে। কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে, তাই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য, তৈরি করতে পারব একটা কমপ্লিট সিনেমা।

আরও পড়ুনঃ সত্যিই কি ডিগবাজি দিতে পারা মেয়ে বিয়ে করবেন জায়েদ খান

প্রতিবছরের মতো এবারও নায়কের মৃত্যুবার্ষিকীতে পরিবার আর ভক্তদের পক্ষ থেকে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। শেলী মান্না বলেন, মৃত্যুবার্ষিকী তো বেদনাদায়ক ব্যাপার। এখানে উৎসবের কোনো বিষয় নেই। প্রতিবছরের মতো এবারও পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া সারা দেশে তার ভক্তরাও মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকে।

১৯৮৪ সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের জগতে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রে সুযোগ করে দেন। ‘তওবা’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মান্না অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলী। তবে দর্শক নজরে পড়েন ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। ২০০৮ সালের ১৭ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান চিত্রনায়ক মান্না।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com