Tuesday, September 23, 2025
Homeবিনোদনবলিউডে নারী দিবস

বলিউডে নারী দিবস

বিশ্ব নারী দিবস আজ। প্রতি বছর বিশ্বজুড়ে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। লিঙ্গবৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। এবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে হাইওয়ে, কুইন এবং ফ্যাশনের মতো নারীকেন্দ্রিক সিনেমাগুলো আবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে বলিউডে

 

হাইওয়ে (২০১৪)

ইমতিয়াজ আলী পরিচালিত ‘হাইওয়ে’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট। এটি অপহৃত একজন নারীর গল্প। একটি ঘটনাকে কেন্দ্র করে এক অনন্য জীবন পরিবর্তনকারী যাত্রায় বেরিয়ে পড়ে। ছবিটির অসাধারণ দৃশ্যায়ন এবং এ. আর. রহমানের সংগীত একে আরও প্রাণবন্ত করে তুলেছে। এতে আলিয়া ছাড়াও রণদীপ হুদা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন।

আরও পড়ুনঃ এখনই বিয়ে নিয়ে ভাবছেন না পূজা

ফ্যাশন (২০০৮)

উৎসবে প্রদর্শিত প্রধান তিনটি সিনেমার অন্যতম ফ্যাশন। এটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবিতে মুম্বাইয়ের ফ্যাশন ইন্ডাস্ট্রির নিষ্ঠুর বাস্তবতা তুলে ধরা হয়। সিনেমাটি সে সময় ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত ও মুগ্ধা গডসে।

কুইন (২০১৪)

বিকাশ বহেল পরিচালিত নারীকেন্দ্রিক আলোচিত ছবি ‘কুইন’। কঙ্গনা রানাউত এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। এই সিনেমাটিকে নারীর স্বাধীনতা ও আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ হিসেবে গণ্য করা হয়। শুধু এই তিন ছবিই নয়, নারী দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে অন্যান্য পুরোনো সিনেমার পুনঃপ্রদর্শনী চলবে।

থাকুন সচেতন বার্তার সাথে ফেসবুকে দৈনিক সচেতন বার্তা সচেতন বার্তা আছে আপনারই পাশে

RELATED ARTICLES

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com