চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়ের জামাইয়ের হাতে খুনের শিকার হয়েছেন রশিদা বেগম (৪৫) নামে এক নারী। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত জামাই।
নিহত রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাই হেলাল উদ্দিন ওরফে মানিক একই এলাকার ফরিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী কর্মস্থল চলে যান। এরপর মেয়ের জামাইয়ের সঙ্গে শাশুড়ির বাকবিতণ্ডা হয়।
আরও পড়ুনঃ হত্যার তিন দিন পর কাটা মাথা উদ্ধার
একপর্যায়ে হেলাল উদ্দিন লোহার রড দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে হেলাল উদ্দিন পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী বলেন, ওষখাইন পূর্বপাড়ায় মেয়ের জামাই কর্তৃক শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে। তবে এলাকায় না থাকায় আমি ঘটনাস্থলে যেতে পারিনি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন দৈনিক সচেতন বার্তাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি, কেন কী কারণে ওই নারী খুনের শিকার হলেন তার বিস্তারিত পরে জানানো হবে।
থাকুন সচেতন বার্তার সাথে,সচেতন বার্তার ইন্সটাগ্রাম দৈনিক সচেতন বার্তা পেইজ আছে আপনারই পাশে