Tuesday, September 23, 2025
Homeজাতীয়ফ্যাসিস্টরা যাতে সরকার গঠন করতে না পারে সেজন্যই পিআরের দাবি

ফ্যাসিস্টরা যাতে সরকার গঠন করতে না পারে সেজন্যই পিআরের দাবি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, ফ্যাসিস্টরা যাতে আর সরকার গঠন করতে না পারে সেই জন্যই পিআর পদ্ধতির দাবি করছে জামায়াত।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, পিআর না মানলে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে, গণভোটে আসেন। এই ৫ দফা আদায় করেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনে যাব।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার বিকেল ৫ টায় নগরীর জিরো পয়েন্টে এ কর্মসূচি হয়। মহানগর জামায়াতের আমির ড. মওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে রাজশাহী মহানগর ও জেলা জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

‘কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মোর্তুজার যৌথ সঞ্চালনায় নগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, নগর জামায়াতের সহকারী সেক্রটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

মতামত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

মতামত (1)

FM
Faysal Miah
September 22, 2025

বাংলাদেশ এখন দোঁসর দিকে যাচ্ছে

অর্থনৈতিক দিক থেকে: টাকার মান কমে যাওয়া, ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—এসব কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে। রাজনৈতিক দিক থেকে: ক্ষমতার দ্বন্দ্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ার দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দেশের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করছে। সামাজিক দিক থেকে: বেকারত্ব, দুর্নীতি আর শিক্ষা-স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। সব মিলিয়ে মনে হচ্ছে দেশটা যেন সঠিক পথে না গিয়ে ধীরে ধীরে এক ধরনের অচলাবস্থার দিকে এগোচ্ছে। তবে সঠিক নীতি, স্বচ্ছ নেতৃত্ব আর সুশাসন প্রতিষ্ঠিত হলে আবারো ঘুরে দাঁড়ানো সম্ভব।
অর্থনৈতিক দিক থেকে: টাকার মান কমে যাওয়া, ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—এসব কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে। রাজনৈতিক দিক থেকে: ক্ষমতার দ্বন্দ্ব, গণতান্ত্রিক প্রক্রিয়ার দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা দেশের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ তৈরি করছে। সামাজিক দিক থেকে: বেকারত্ব, দুর্নীতি আর শিক্ষা-স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। সব মিলিয়ে মনে হচ্ছে দেশটা যেন সঠিক পথে না গিয়ে ধীরে ধীরে এক ধরনের অচলাবস্থার দিকে এগোচ্ছে। তবে সঠিক নীতি, স্বচ্ছ নেতৃত্ব আর সুশাসন প্রতিষ্ঠিত হলে আবারো ঘুরে দাঁড়ানো সম্ভব।ফ্যাসিস্টরা যাতে সরকার গঠন করতে না পারে সেজন্যই পিআরের দাবি
Social Media Auto Publish Powered By : XYZScripts.com