Tuesday, September 23, 2025
Homeসারাদেশঅপরাধবগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

বগুড়ার কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনা ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া বাজারের পাশে নামুজা সড়কে।

আটকরা হলেন—শিবগঞ্জ উপজেলার বিহারহাট এলাকার স্বাধীন (৩২), আলী গ্রামের মেজবাউল হাসান নাঈম (৩২), বুলুর ছেলে জাকারিয়া (২২), সংসারদীঘি গ্রামের মনির হোসেন (২৪) এবং হযরত আলীর ছেলে রাকিবুল ইসলাম (২১)। তাদের কাছ থেকে বার্মিজ চাকু, চাপাতি, ধারালো লোহার হাসুয়া, দু’টি স্টিলের লাঠি, দু’টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে ৮-৯ জনের একটি ডাকাত দল কর্ণিপাড়া বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয় জনতা বুঝে ধাওয়া করলে পাঁচজন আটক হন, বাকি সদস্য পালিয়ে যায়। পরে কাহালু থানার পুলিশ এসে আটক ডাকাতদের গ্রেপ্তারসহ অস্ত্রগুলো থানায় নিয়ে যায়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Previous article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com