Tuesday, September 16, 2025
Homeবিজ্ঞান ও প্রযুক্তিছবির সত্যতা যাচাইয়ে হোয়াটসঅ্যাপ আনল 'সার্চ বাই ইমেজ'

ছবির সত্যতা যাচাইয়ে হোয়াটসঅ্যাপ আনল ‘সার্চ বাই ইমেজ’

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ অন্যতম। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার এটি। কিছুদিন পরপরই নতুন নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। ভুয়া খবর বন্ধ করতে ইতিমধ্যেই ফরোয়ার্ড টেক্সট-কে আলাদা করে চিহ্নিত করার ব্যবস্থা করেছে হোয়াটসঅ্যাপ। এবার ভুয়া খবরের পাশাপাশি ভুয়া ছবি ছড়িয়ে পড়া বন্ধে আরও একটি নতুন ফিচার শুরু করতে চলেলেন তারা।  ফিচারটির নাম ‘সার্চ বাই ইমেজ’। এই ফিচারে মাধ্যমেই বোঝা যাবে, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া কোনও ছবি আসল না ভুয়া।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে কোন ছবির সঙ্গে সার্চ বাই ইমেজ নামে একটি অপশন থাকবে। ওই অপশনে ক্লিক করলেই ছবির উৎস সম্পর্কে জানা যাবে। অর্থাৎ ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারা যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই গুগল সার্চে চলে যাবে ছবিটি। গুগলের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জানা যাবে ওই ছবিটি সম্পর্কে কী বলছে ওয়েব দুনিয়া।হোয়াটসঅ্যাপ বিটা ২.১৯.৭৩ ভার্সনে এই ফিচারটি যুক্ত হয়েছে। মনে করা হচ্ছে, আগামী দিনে এর নীচের ভার্সনগুলিতেও যুক্ত হবে এই ফিচার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments