‘বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচারের ‘প্রত্যাশা করেছে ফ্রান্স। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকায় ফ্রান্স দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া ‘এক প্রতিক্রিয়ায় এ প্রত্যাশার করা জানানো হয়।
‘ওই পোস্টে বলা হয়, বুয়েট শিক্ষার্থীর হত্যার ঘটনায় আমরা (ফ্রান্স) অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত। আমরা ওই ‘শিক্ষার্থীর শোকাহত পরিবার-স্বজন এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
‘সেখানে আরও বলা হয়, একই সঙ্গে আশা করছি, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে ‘এবং এ ঘটনায় ‘ন্যায়বিচার’ নিশ্চিত হবে।
‘ইংরেজিতে দেয়া ওই স্ট্যাটাসে ‘কিলিং’, ‘সিম্প্যাথি’ এবং ‘জাস্টিজ’- এ তিন শব্দকে হ্যাশট্যাগে প্রকাশ করা হয়েছে।
‘অন্যদিকে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রও বিবৃতি দিয়েছে। রোববার (৬ অক্টোবর) রাতে আবরার ‘ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার (৭ অক্টোবর) ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার ‘সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। জানা ‘যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।