বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাত ১২টার দিকে এ রিপোর্ট লেখার সময় তিনি পল্লবী থানায় অবস্থান করছিলেন বলে সাংবাদিকদের জানান থানার ডিউটি অফিসার।
অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের জানান, কালকেও উনার সাথে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন আগামীকালের বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে। এর মধ্যেই সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।