Monday, September 15, 2025
Homeবিজ্ঞান ও প্রযুক্তিদেশে ২০২১ সালের মধ্যে ফাইভ জি ইন্টারনেট চালু- বিটিআরসি

দেশে ২০২১ সালের মধ্যে ফাইভ জি ইন্টারনেট চালু- বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) দেশে ২০২১ সালের মধ্যে ফাইভ জি ইন্টারনেট চালু করার কথা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে।

সর্বাধুনিক এই মোবাইল যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য মোবাইল অপারেটরদের লাইসেন্স দিয়েছেন। লাইসেন্সের শর্তে বলা হয়েছে, ২০২৩ সালের মধ্যে দেশের সব জেলা সদর ও ২০২৬ সালের মধ্যে সারাদেশকে ফাইভ জি নেটওয়ার্কের আওতায় আনতে হবে।

আজ ঢাকার রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘সেমিনার অন ফাইভ জি ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বিটিআরসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই অনুষ্ঠানে বলেন, ফাইভ জি ও চতুর্থ শিল্পবিপ্লব একে অপরের সঙ্গে যুক্ত। তিনি বলেন, “ফাইভ জি শুধু টেলিকম সেবার সঙ্গেই যুক্ত নয়, সব সেক্টরে এটা ডিজিটাইজেশন ও অটোমেশনেও সহায়তা করবে।”

ফাইভ জি’র জন্য গাইডলাইন তৈরির জন্য একটি কমিটি কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগামী বছরের প্রথম প্রান্তিকেই এটা হয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান মো. জোহরুল হক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments