Sunday, September 14, 2025
Homeসারাদেশরাজধানীলুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে

লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে

রাষ্ট্র-প্রশাসন-অর্থনীতি-সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠা ও চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগর জাসদের উদ্যোগে আজ জাসদ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু এভিনিউয়ে গণমিছিল পূর্ব সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গায়ে যে দলেরই জার্সি থাকুক না কেন দুর্নীতিবাজ-লুটেরাদের ঠিকানা হবে জেলখানায় খালেদা জিয়ার পাশে।

তিনি বলেন, দুর্নীতিবাজ-লুটেরা, অসৎ অফিসার, অসৎ রাজনীতিকদের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান পরিচালনা করতে হবে। এদের অপরাধী সিন্ডিকেট ধ্বংস করে দিতে হবে। চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতিবিরোধী অভিযান জেলা-উপজেলা পর্যন্ত পরিচালনা করতে হবে।

হাসানুল হক ইনু আরো বলেন, যে দুর্নীতিবাজ-লুটেরারা উঁইপোকা-ইঁদুরের মত শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের সুফল খেয়ে ফেলছে, সরকারের গায়ে কালিমা লাগাচ্ছে তারা যত ক্ষমতাবানই হোক না কেন তাদের ধরতে হবে, শায়েস্তা করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে, নেতা-নেত্রীর নাম ভাঙ্গিয়ে আর কেউ যেন দুর্নীতি-লুটপাট করার সাহস না পায়।এ

সু-শাসনের জন্য আইনের শাসন নিশ্চিত করা, মুখ না দেখে দল না দেখে আইনের কঠোর প্রয়োগ, রাষ্ট্র-প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশিত চলমান শুদ্ধি অভিযান ও দুর্নীতি বিরোধী অভিযানের পক্ষে ১৪ দল, মহাজোটের শরিক দলসমূহের সৎ ও দেশপ্রেমিক নেতা-কর্মীদের সোচ্চার হতে হবে।

জাসদ সভাপতি বলেন, উদ্দেশ্যে শেখ হাসিনার শুদ্ধি অভিযান নিয়ে কথা বলার আগে বিএনপির নেতাদের খালেদা জিয়া-তারেককে পরিত্যাগ করতে হবে। খালেদা জিয়া-তারেককে মাথায় তাজ বানিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments