Monday, September 15, 2025
Homeরাজনীতিরাজশাহীর সাবেক মেয়র মিনুর ভুল স্বীকার ও দুক্ষ প্রকাশ

রাজশাহীর সাবেক মেয়র মিনুর ভুল স্বীকার ও দুক্ষ প্রকাশ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্য ‘আপনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যোগ্যতাই রাখেন না, আবার প্রধানমন্ত্রী’  এমন বক্তব্যের পর প্রচন্ড তোপের মুখে অবশেষে ভুল স্বীকার ও দু:খ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি দু:খ প্রকাশ করেন। একইসঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ নিয়ে আর কোন বক্তব্য না দিতে অনুরোধ জানান।

ভিডিও বার্তায় মিজানুর রহমান মিনু বলেন, ‘বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে গত ১২ অক্টোবর কেন্দ্রীয় কর্মীসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে আমি বক্তব্য রাখি। আমি আমার বক্তব্যের এক পর্যায়ে খুব দ্রুত গতিতে বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে যে বক্তব্য দিয়েছি তা খুবই দুর্ভাগ্যজনক। একজন সিনিয়র নেতা হিসেবে আমার মুখ দিয়ে এ ধরণের বক্তব্য আসা ঠিক হয়নি। এ জন্য আমি সবার কাছে দু:খপ্রকাশ করছি।

বিশেষ করে আওয়ামী পরিবারের ছোট ভাই-বোনেরা যারা মনে কষ্ট পেয়েছেন দু:খ পেয়েছেন আমিও তাদের সঙ্গে খুবই দু:খিত। এটা আমার ইচ্ছাকৃত বক্তব্য না। দ্রুত বক্তব্য দিয়ে গিয়ে ভূলবসত এটি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর রাজশাহীতে বিক্ষোভ সমাবেশে মিজানুর রহমান মিনু তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘আপনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যোগ্যতা রাখেন না, আবার প্রধানমন্ত্রী।’

মিনুর এ বক্তব্যের প্রতিবাদে ফুসে উঠে রাজশাহী আওয়ামী লীগ। তার বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। নগরের লক্ষ্মীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশ থেকে মিনুকে গ্রেফতারের দাবি জানানো হয়।

এদিকে মিনুর ভিডিও বার্তায় দু:খ প্রকাশের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, শুধু দু:খ প্রকাশ করলে হবে না। তাকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments