Saturday, September 13, 2025
Homeসারাদেশরংপুরইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

৩৭০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনেস্টবল ও তার সহযোগী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রংপুরে সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়াহাট থেকে তাদের আটক করা হয়।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালিচড়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭০পিস ইয়াবাসহ হাতেনাতে সাদ্দাম হোসেন ও তার সহযোগী রফিকুল ইসলাম মিলনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটক দুইজনই বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সাদ্দাম হোসেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কনেস্টবল পদে চাকরি করছেন। তিনি পুলিশ লাইন্সে ক্যান্টিন দেখাশুনার দায়িত্বে রয়েছেন।

আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি সাজেদুল ইসলাম বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কে পুলিশে চাকরি করে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments