Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকপরকীয়ায় লিপ্ত স্বামীকে রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী

পরকীয়ায় লিপ্ত স্বামীকে রাস্তায় ফেলে পেটালেন স্ত্রী

দীর্ঘদিন ধরে স্ত্রীকে লুকিয়ে অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত রয়েছেন স্বামী। প্রেমিকাসহ স্বামীকে হাতেনাতে ধরার জন্য তক্কে তক্কে ছিলেন স্ত্রী-ও। অবশেষে তার সেই প্রচেষ্টা সার্থক হয়। দিন কয়েক আগে স্বামীকে তার প্রেমিকাসহ পাকড়াও করেন নারী। এরপর আর যায় কোথায়! দুজনকে উচিত শিক্ষা দিতে তৎপর হন ক্রুব্ধ স্ত্রী।

ওই ভদ্রলোক কিন্তু তখন বউয়ের ভয়ে প্রেমিকাকে ফেলে পালিয়ে যাননি। বরং বীর পুরুষের মতো স্ত্রীর হাত থেকে প্রেমিকাকে বাঁচাতে অভিনব কাণ্ড করেন। সোজা প্রেমিকার ওপর শুয়ে পড়েন। যাতে বউ তার বন্ধবীকে মারতে না পারেন। এতে আরো রেগে যান ওই লোকের স্ত্রী। তখন এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বিশ্বাসঘাতক স্বামীকে সমানে কিল, ঘুষি আর জুতা সমেত লাথি মারতে থাকেন। রক্ষা পায়নি স্বামীর প্রেমিকাও।

তিনি পেনসিল হিল দিয়ে ওই নারীর মাথায় আঘাত করতে থাকেন। এ পর্যায়ে স্বামীর গলার চেন টেনে ছিড়ে ফেলেন। এরপর এটা দিয়েও স্বামীকে পেটান। টেনে ছিড়ে ফেলেন স্বামীর পরনের পেশাকও।

ওই নারীর তাণ্ডবে তখন রাস্তায় লোক জমে যায়। পথচারীদের কেউ একজন ঘটনাটি ভিডিও করে দু দিন আগে সামজিক মাধ্যমে ছেড়ে দেন। ইতিমধ্যে ইইটিউবে এটি ভাইরাল হয়েছে।

তবে ওই ভিডিওর পাত্র পাত্রীদের পরিচয় জানা যায়নি। কেবল জানা গেছে, চীনের কোনো এলাকা থেকে ভিডিও করা হয়েছে ঘটনাটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments