Sunday, September 14, 2025
Homeআন্তর্জাতিকটেক্সাসে কলেজ পার্টিতে গুলি নিহত ২, আহত ১৬ জন

টেক্সাসে কলেজ পার্টিতে গুলি নিহত ২, আহত ১৬ জন

রবিবার মধ্যরাতে (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি কলেজ পার্টিতে গুলি করে দুইজনকে হত্যা করা হয়েছে। আরও প্রায় ১৬ জন আহত হয়েছেন।  কলেজ পার্টিতে গুলি চালিয়ে দু’জনকে হত্যার পর ওই হত্যাকারী পালিয়ে গেছেন। তার এলোপাতাড়ি গুলিতে আরও প্রায় ১৬ জন আহত হয়েছেন।

তবে এই ঘটনার পেছনে দায়ী ব্যক্তির সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় মধ্যরাত ১২টা ৫ মিনিটে উত্তর-পূর্বাঞ্চলীয় ডালাস এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৭৫০ জন কিশোর-কিশোরী ওই কলেজ পার্টিতে অংশ নিয়েছিল। ওই পার্টিতে সবাই খুব আনন্দ করছিল। অনেকেই হ্যালুইন সাজে সেজেছিল।

হাইওয়েতে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টি শেরিফ অফিসের দুই কর্মকর্তা। যখন গোলাগুলির ঘটনা ঘটেছে তখন সেখানেই ছিলেন ওই কর্মকর্তারা। কিন্তু তারা সে সময় ভবনের বাইরের দিকে ছিলেন। আর গোলাগুলি শুরু হয় ভবনের পেছনের দিকে।

গোলাগুলি শুরু হলে লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকেই কাঁচের দরজা-জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। সে সময়ই ভিড়ের মধ্যে পালিয়ে যায় হামলাকারী। গোলাগুলিতে নিহত দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। ওই পার্টিতে থাকা লোকজনকে হামলাকারী সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments