বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের তিন শ্রমিককে চাকরিচ্যুতির ঘটনায় করা তিন মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ৭ নভেম্বরের মধ্যে শ্রম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ সময়ের মধ্যে তাকে হয়রানি না করতেও আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
গত ৯ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশন্সের তিন শ্রমিকের করা পৃথক মামলায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার শ্রম আদালত। এ পরিপ্রেক্ষিতে এই তিন মামলায় নির্বিঘ্নে আদালতে আত্মসমর্পণের জন্য বিদেশে অবস্থানরত ড. ইউনূসের পক্ষে সম্প্রতি তার ভাই মুহাম্মদ ইব্রাহীম হাইকোর্টে রিট দায়ের করেন।