ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছে এক পাষন্ড। শিশুটিকে ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে একই গ্রামের মসলেম উদ্দীনের ছেলে হাফিজুর রহমান (২৭) এই ধর্ষণের ঘটনা ঘটায়।
এ ঘটনায় নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছেন (মামলা নং ০৬/১৯)।
মহেশপুর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) এস এম আমানুল্লা জানান, শনিবার বিকালে শিশুটিকে ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় হাফিজুর। এরপর ফতেপুর বাজার থেকে চানাচুর ভাজা কিনে মাঠে নিয়ে একটি কলাবাগানে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় ধর্ষক শিশুটিকে বাড়ি পৌঁছে দিলে পরিবারের লোকজন প্রথমে মহেশপুর ও রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, শিশুটির ডাক্তারিরী পরীক্ষা করানোর জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ধর্ষক হাফিজুরকে গ্রেফতারের চেষ্টা চলছে।