Saturday, September 13, 2025
Homeঘটনা-দুর্ঘটনাজাবি পরিস্থিতি প্রধানমন্ত্রীর নজরে, অবস্থা বুঝে ব্যবস্থাঃ ওবায়দুল কাদের

জাবি পরিস্থিতি প্রধানমন্ত্রীর নজরে, অবস্থা বুঝে ব্যবস্থাঃ ওবায়দুল কাদের

মঙ্গলবার দুপুরে বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন। এটা প্রধানমন্ত্রীর নজরে আছে। তিনি, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।

জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে গতকাল সোমবার সন্ধ্যা থেকে তার বাসভবন অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তরবিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন উপাচার্যপন্থী শিক্ষকরা। কিন্তু তারা বাধার মুখে পড়েন। এর কিছুক্ষণ পরেই আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।

পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments