Sunday, September 14, 2025
Homeচট্টগ্রামকক্সবাজারপেকুয়ায় বিদ্যুৎ সংযোগের ১০ দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি

পেকুয়ায় বিদ্যুৎ সংযোগের ১০ দিনের মাথায় ৩ ট্রান্সফরমার চুরি

কক্সবাজারের পেকুয়ায় সংযোগ পাওয়ার ১০ দিনের মাথায় এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, গত ১৩ নভেম্বর হাজিরঘোনা এলাকায় ৩২টি পরিবারে নতুন মিটার সংযোগ দেয়া হয়। শুক্রবার দিবাগত রাতে সংযোগ দেয়া এলাকায় চোরের দল তিনটি খুঁটির তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমদ বলেন, সকালে বিদ্যুৎ না থাকায় পেকুয়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তারা জানায় তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

পেকুয়া পল্লী বিদ্যুতের ইনচার্জ পুর্ণেন্দু মজুমদার বলেন, ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় যত দ্রুত সম্ভব নতুন ট্রান্সফরমার স্থাপন করা হবে।

চকরিয়া পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি ঠেকাতে স্থানীয় লোকজনকে সচেতন করতে অনেক কর্মসূচি বাস্তায়ন করা হয়। তবে আবাসিক ট্রান্সফরমার চুরি হলে গ্রাহকদের অর্ধেক টাকা দিয়ে নতুন ট্রান্সফরমার কিনে নিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments