Monday, September 15, 2025
Homeবিনোদনঅদিতির সংগীতজীবনের ২০ বছর আয়োজন 'অরুণ আলো অঞ্জলি'

অদিতির সংগীতজীবনের ২০ বছর আয়োজন ‘অরুণ আলো অঞ্জলি’

সংগীতজীবনের ২০ বছর পূর্ণ হলো নন্দিত কণ্ঠশিল্পী অদিতি মহসিনের। তার এই সমৃদ্ধ সংগীতজীবন উদযাপন করতে একটি উৎসবের আয়োজন করেছে এক্সপ্রেস ইভেন্টস লিমিটেড। অদিতি মহসিনের গান দিয়ে সাজানো ‘অরুণ আলো অঞ্জলি’ নামে এই সংগীত উৎসব হবে ৬ ডিসেম্ব্বর সন্ধ্যায়।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার।

এ আয়োজনে অদিতি মহসিন শোনাবেন রবিঠাকুরের কালজয়ী কিছু গান। আয়োজকরা জানান, দুই দশক ধরে অনবদ্য গায়কি দিয়ে অগণিত দর্শক-হৃদয় জয় করেছেন অদিতি মহসিন। তার এই দীর্ঘ মাইলফলক স্পর্শকে স্মরণীয় করে রাখতে তাদের এ আয়োজন।

দর্শক https://register.aunqur.com/registerঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করে এ আয়োজন উপভোগ করার সুযোগ পাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments