Monday, September 15, 2025
Homeরাজশাহীবগুড়াবগুড়ায় সম্মেলনস্থলের মাঠ নেতাকর্মীর ঢলে কানায় কানায় পূর্ণ

বগুড়ায় সম্মেলনস্থলের মাঠ নেতাকর্মীর ঢলে কানায় কানায় পূর্ণ

আজ (৭ই ডিসেম্বর) শনিবার বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই সম্মেলনে স্থলে নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে আসতে থাকেন। সকাল সাড়ে ১০টায় মঞ্চে বক্তব্য শুরু করেন স্থানীয় নেতৃবৃন্দ। ১১টার মধ্যেই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে বগুড়া শহরে এখন উৎসবের আমেজ। শহরের চারিপাশ থেকে নেতাকর্মীরা বিভিন্ন সাজে মিছিল নিয়ে আসছেন আলতাফুন্নেছা খেলার মাঠে। তারা বিভিন্ন ধরনের গেঞ্জি পড়ে বাদ্যযন্ত্র সহকারে সম্মেলন স্থলে আসছেন।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি ও উপপ্রচার সম্পাদক আল রাজি জুয়েল জানান, সকাল থেকেই নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করে। ১১টার মধ্যেই মাঠ নেতাকর্মী দিয়ে পূর্ণ হয়ে যায়। বেলা সাড়ে ১১টায় সম্মেলনের মূল কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য যে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের প্রায় ৫ বছর পর আজকের সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে মনোননয়পত্র সংগ্রহ শেষে জমা এবং পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ১৮ জন।

সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি। জাতীয় নেতৃবৃন্দের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ও বক্তা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নৌ পরিবহণ মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু জানান, সম্মেলনের সাবির্ক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের সম্মেলনে ২০ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত থাকবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments