Monday, September 15, 2025
Homeজাতীয়অপরাধএকই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় কবিরাজ আটক

একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনায় কবিরাজ আটক

গত শনিবার (৭ ডিসেম্বর) বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় জাকির হোসেন (৩৫) নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। হত্যাকান্ডের ঘটনার দিনই বিকেলে কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে ওই কবিরাজকে আটক করা হয়।

আটক কবিরাজ জাকির হোসেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের উত্তর রাজপাশা গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।

উল্লেখ্য, শনিবার সকালে সলিয়াবাকপুরের কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭০), মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদেরকে হত্যা করা হয়েছিল।

 

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব জানান, কবিরাজ জাকির হোসেন প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এমনকি ঘটনার দিন শুক্রবার রাতেও তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments