বুধবার ভোররাত সাড়ে ১২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মইক্ক্যাঘোনা এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত। তারা ছাড়াও এ দুর্ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও তিনজন।
নিহতরা হলেন খুটাখালী ইউনিয়নের হেতালিয়া পাহাড় গ্রামের মৃত ছাবের আহমদের পুত্র সিএনজি চালক নুরুল আলম (৩২), তার ছেলে মনুর আলম (৯) ,আহত হয়েছে সিএনজি চালক নুরুলের স্ত্রী ময়কুন নাহার(২২), তার ছোট পুত্র আবদুর রহিম ও মামাত ভাই নুরুল আলম।
ঘটনাস্থল থেকে আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখানে প্রাথমিক চিকিৎসা হলে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় যে, সিএনজি চালক নুরল আলম রাতে আত্মীয়ের বাড়ি থেকে নিজে সিএনজি চালিয়ে স্বপরিবারে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ মহাসড়কের মইক্ক্যাঘোনা এলাকায় পৌঁছলে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। সেই ঘটনাস্থলে মারা যায় বাবা-ছেলে। তখনই আহত হয় সিএনজি তে থাকা মা, ছোট ছেলে এবং ছেলের মামাত ভাই।
মালুমঘাট হাইওয়ে পুলিশ এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তনান্তর করে দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিটি পুলিশ জব্দ করেছে।