Sunday, September 14, 2025
Homeজাতীয়অপরাধপাওনা টাকার অভিযোগ তদন্তে মিললো মাদক কারকখানার সন্ধান

পাওনা টাকার অভিযোগ তদন্তে মিললো মাদক কারকখানার সন্ধান

নওগাঁর বদলগাছী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহায়বুর রহমান এক পাওনাদারের থানায় করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার বিকেলে উপজেলার বৈরাগী পাড়ায় অভিযুক্ত ইউনুছ আলী নামের ব্যাক্তির ভাড়াকরা বাসায় যান।

পুলিশ যাওয়ার যাওয়ার কিছুক্ষণ আগেই ইউনুছ বাড়ি থেকে চলে যান। টাকার বিষয়ে তার স্ত্রী হাবিবা খানমের কাছে জানতে চাওয়া হয়। সে সময় হাবিবা ছটফট করছিল আর বলছিল স্যার টাকা দিয়ে দিব। ইউনুছের বাড়ীর একটি ঘরের দরজা খোলা ছিল। তার স্ত্রী হাবিবা ওই ঘরটি বন্ধ করে দেন। তাতেই পুলিশের মনে সন্দেহের সৃষ্ঠি হয়। ঘরের তালা খুলে দেখে শুধু মাদকই নয় পুরো একটি মাদক বানানোর কারখানা।

ওই কারখানা থেকে মাদক ও মাদক তৈরির সরঞ্জাম পাওয়া যায় তার আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। এক কোটি ২৮ লাখ টাকার মাদক ও মাদক তৈরির সরঞ্জামসহ হাবিবা খানমকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) বিকেলে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বৈরাগী পাড়ায় অভিযান চালিয়ে এসব মাদক ও মাদক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক হাবিবা খানম জেলার পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের মাদক সম্রাট ইউনুছ আলীর স্ত্রী। ওই বাসায় মাদক তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চার মাস আগে বৈরাগী পাড়ায় ধান ব্যবসায়ী আসাদ আলীর পাঁচ তলা ভবনের নিচের ফ্ল্যাট ভাড়া নেন মাদক সম্রাট ইউনুছ আলী। ওই ভবনের ওপরে থাকেন বাসার মালিক আসাদ আলী। এছাড়াও বাসার দ্বিতীয় থেকে শুরু করে চতুর্থ তলা পর্যন্ত অন্যান্য ভাড়াটিয়া ভাড়া থাকেন। বাসার মালিক বা অন্য ভাড়াটিয়ারা কেউ জানতেন না বাসার নিচের ফ্ল্যাটে কি হয়।

বাসার মালিক আসাদ আলী বলেন, গত চার মাস আগে ভবনের নিচ তলায় ইউনুছকে ভাড়া দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য ফ্ল্যাটেও ভাড়াটিয়া আছে। অন্য ভাড়াটিয়া বা আমরা বিষয়টি বুঝতে পারিনি তারা ফ্ল্যাটে কি করত। পুলিশ আসার পর দেখছি ফ্ল্যাটে মাদকের কারবার। পুলিশ না আসলে কিছুদিনের মধ্যে হয়ত আরও বড় ক্ষতি হতে পারতো।

বদলগাছী থানা পুলিশের ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ওই বাসা থেকে অ্যাম্পুল, হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- সেখানে ইউনুছ আলী গোপনে নিজে এসব তৈরি করে সরবরাহ করত। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তার স্ত্রী হাবিবা খানমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই বাসা থেকে প্রায় সাড়ে ৪শ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ ও কিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে। দেখে মনে হয়েছে ওটা একটা ল্যাবরেটরি (পরীক্ষাগার)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments