Monday, September 15, 2025
Homeবাংলাদেশবাংলাদেশ ও ভারতের পুলিশ সন্ত্রাসীদের মোকাবেলায় একসাথে কাজ করবে

বাংলাদেশ ও ভারতের পুলিশ সন্ত্রাসীদের মোকাবেলায় একসাথে কাজ করবে

বাংলাদেশ ও ভারতের পুলিশ প্রধানের মধ্যে প্রথমবারের মতো সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ভার্চ্যুয়াল মাধ্যমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে উভয় পক্ষই দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের মোকাবেলায় একসাথে কাজ করার সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করে। দু’দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য সুনির্দিষ্ট কৌশল নির্ধারণেও সম্মত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দু’দেশের পুলিশ প্রধানদের মধ্যে এ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে পরস্পরের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়বে বলে মনে করছে উভয় দেশ।

বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাস, জাল নোট চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া দু’দেশের পলাতক সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করে তাদেরকে ধরতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় উভয় পক্ষই বিদ্রোহীদের বিরুদ্ধে একে অপরের চলমান পদক্ষেপের প্রশংসা করেন। ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একে অপরকে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়।

এসব অপরাধ নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দু’পক্ষ। বৈঠকে দু’দেশের পুলিশ প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments