Monday, September 15, 2025
Homeশিক্ষা ও সাহিত্যপরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটেযুক্ত হয়ে এই পরীক্ষার ফল প্রকাশ করেন। বিশেষ পদ্ধতিতে  ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এবার শুধু অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হচ্ছে না এবার। তাই ফল প্রকাশ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের জমায়েত করতে নিষেধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীরা মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাচ্ছে। এছাড়া  www.educationboardresults.gov.bd ওয়েবসাইট  থেকেও ফল দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments