Monday, September 15, 2025
Homeরাজধানীএ বছরেই দেওয়া হবে ৩ কোটি টিকাঃ জাহিদ মালেক

এ বছরেই দেওয়া হবে ৩ কোটি টিকাঃ জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার টিকার সব ব্যবস্থা হয়েছে। নিবন্ধন এখন দ্রুত বাড়ছে। হাতে টিকা যা আছে পর্যায়ক্রমে সব দিবো। ৩০ বা ৩৫ লাখ বিষয় না। ক্রয়কৃত ৩ কোটি টিকা এ বছর দেওয়া হবে, এছাড়া কোভ্যাক্স থেকে ৬ কোটি টিকা পাওয়া যাবে।’

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অডিটোরিয়ামে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেড় লক্ষ লোক নিবন্ধন করেছে টিকার জন্য। সারাদেশে টিকা পৌঁছে গেছে।’

মন্ত্রী বলেন, ‘আড়াই কোটি টাকা ব্যয়ে ৮টি বিভাগে, ৮টি হাসপাতাল হবে। ১ হাজারও বেশি ক্যান্সার রোগীদের বেড থাকবে এসব হাসপাতালে। ক্যান্সার চিকিৎসার জন্য রোগীদের দূর থেকে আর ঢাকা ছুটে আসতে হবে না। তাদের নিজেদের এলাকায় চিকিৎসা সেবা নিতে পারবেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ (স্বাস্থ্যসেবা বিভাগ) সচিব মো. আব্দুল মান্নান, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা কামাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খরশীদ আলম, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments