Monday, September 15, 2025
Homeআন্তর্জাতিকতালেবানের হামলায় রক্তাক্ত আফগানিস্তান, নিহত ১৬

তালেবানের হামলায় রক্তাক্ত আফগানিস্তান, নিহত ১৬

তালেবানের হামলায় রক্তাক্ত আফগানিস্তান। এঘটনায় অন্তত ১৬জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তালেবান জঙ্গিরা আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায়।

জানা গেছে, অত্যাধুনিক একে-৪৭ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে সরকারি বাহিনীর উপর আচমকা আঘাত হানে তালেবান। ফলে অবস্থা বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন ১৬ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এই হামলার ফলে কাবুল ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গৃহযুদ্ধে বিগত কয়েক দশক থেকেই রক্তাক্ত আফগানিস্তান। পাহাড়ি দেশটিতে শান্তি ফেরাতে ২০১৯ সালে কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে তালেবান। সুত্রঃ সংবাদ প্রতিদিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments