Sunday, September 14, 2025
Homeজাতীয়অর্থনীতিমানুষের জীবন-মান উন্নত হলেই আঘাতের আশঙ্কা থাকেঃ প্রধানমন্ত্রী

মানুষের জীবন-মান উন্নত হলেই আঘাতের আশঙ্কা থাকেঃ প্রধানমন্ত্রী

‘আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের মানুষের জীবন-মান যখনই একটু উন্নত হয়, মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, তখনই কিন্তু একটা আঘাত আসার আশঙ্কা থাকে।’ মন্তব্য করে সকল প্রকার ষড়যন্ত্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই,২০২০-জুন, ২০২৫) দলিলের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার প্রারম্ভিক ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী গণভবন থেকে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এসময় শেখ হাসিনা যুদ্ধবিধ্বস্থ দেশ পুণর্গঠন করে জাতির পিতা যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই দেশে ১৫ আগস্টের বিয়োগান্তক অধ্যায় সংঘটিত হয় বলেও উল্লেখ করে আরও বলেন, ‘যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা যখন অর্থনৈতিক উন্নয়নের দিকে পা বাড়াচ্ছিলেন দেশটা উন্নয়নের পথে এগিয়ে যাবে সেই সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার সুফলও মানুষ পেতে শুরু করেছে, মানুষ একটু খুশি এবং স্বস্তিতে, ঠিক সেই সময়ে কিন্তু ১৫ আগষ্টের ঘটনাটা ঘটলো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments