Sunday, September 14, 2025
Homeঅন্যান্যপাওনা টাকা আদায়ের নতুন কৌশল করোনা সংক্রমণের ভয় দেখানো

পাওনা টাকা আদায়ের নতুন কৌশল করোনা সংক্রমণের ভয় দেখানো

করোনায় আক্রান্ত স্ত্রীকে দিয়ে সংক্রমণের ভয় দেখিয়ে বকেয়া টাকা আদায় করলেন এক ব্যক্তি। সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে টাকা আদায় করার সময়ের সেই চিত্র।

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার বৈদ্যবাটি এলাকার। বৈদ্যবাটির মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন দীর্ঘদিন ধরে। গঙ্গারামের দাবি, বৈদ্যবাটিরই নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাটা মালিক শেষনাথ সিংহকে কয়েক মাস আগে ৫ লাখ টাকা ধার দেন তিনি। কিন্ত, সেই টাকা বা তার বদলে ইট কোনোটাই তিনি ফেরত পাননি। শেষনাথের দেওয়া চেকও বাউন্স করে বলে অভিযোগ গঙ্গারামের।

স্থানীয় সূত্রে জানা যায়, শেষনাথকে হোয়াটসঅ্যাপে স্ত্রীর করোনা রিপোর্ট পাঠিয়ে টাকা চান গঙ্গারাম। কিন্তু তাতেও টাকা না পাওয়ায় স্ত্রীকে অটোতে চড়িয়ে তিনি সটান হাজির হন শেষনাথের বাড়ি। ঘণ্টা দেড়েক অপেক্ষা করে ১০ হাজার টাকা আদায় করেন গঙ্গারাম।

শেষনাথের দাবি, ইটভাটা বন্ধ থাকায় তিনি ঋণ শোধ দিতে পারেননি। তবে গঙ্গারামের কীর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনায় আতঙ্ক ছড়ায় বৈদ্যবাটির ওই এলাকায়। সূত্রঃ আনন্দবাজার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments