Monday, September 15, 2025
Homeবাংলাদেশগত এপ্রিল মাসে ৪৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত

গত এপ্রিল মাসে ৪৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত

দেশে লকডাউন চলাকালীন মাস, গত এপ্রিলে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০৭ জন।

একই সময়ে রেল পথে আটটি দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন দুই জন।

রোববার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

এ প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮২ জন পথচারী, ১৩৪ জন চালক, ১১০ জন পরিবহন শ্রমিক, ৩৩ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক, ২৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ৫২ জন নারী, ৪৭ জন শিশু এবং ৪ জন রাজনৈতিক দলের নেতাকর্মী। এর মধ্যে ১১২ জন চালক, ৮২ জন পথচারী, ৩৮ জন নারী, ২৬ জন শিক্ষার্থী, ৩৬ জন পরিবহন শ্রমিক, ৪২ জন শিশু, ২ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৪ জন শিক্ষক নিহত হন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বোচ্চ ২২১টি দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ডভ্যান, ১৪৪টি দুর্ঘটনায় মোটরসাইকেল, ৫৫টিতে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টিতে নসিমন ও করিমন, ৫২টিতে সিএনজিচালিত অটোরিকশা, ৩০টিতে প্রাইভেট কার ও ২০টি দুর্ঘটনায় বাস জড়িত ছিল।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ৮ এপ্রিল। এ দিন ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৩ জন আহত হন।

সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় ১৪ এপ্রিল। এদিন ৬টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৬ জন আহত হন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments